এক বৃষ্টি ভেজা ভোরের আলোয় ঘুম ভেঙে দেখি কোথা থেকে এক নীল রঙের পাখি এসে বসেছে আমার ঘরের জানলায় । সে এক মনে গান গেয়ে গেল, আর আমি অবাক হয়ে শুনলাম । হঠাৎ দেখি সে পাখি কোথায় উধাও । অনেক খুঁজলাম , কোথাও তাকে পেলাম না আর । ঘরে ফিরে যখন মন খারাপের গল্প লিখতে বসলাম আমার মনের খাতায়, মনে হল যেন কেউ ফিসফিসিয়ে বলে উঠলো,
“মন ফকিরা মনের কথা অচিন পাখির গান,
হৃদমাঝারে রংমহলের নীরব প্রতিদান ।
বাউল বাঁশি ডাক দিয়ে যায় একতারারি সুর,
মনকুঠুরীর গল্প সে যে দূর, বহুদূর ।।”
2 responses to “এক মেঘলা ভোরের ডাক”
I may have taken 15 minutes to read through this, and some desperate recalling skill to remember the letters, but I thoroughly enjoyed going through this post. 🙂
LikeLiked by 1 person
Ohhh that’s great!! Thank you so much!
LikeLike