সব শব্দ থেমে যাক,

শহর ঢেকে যাক নিস্তব্ধতায়,

শরতের শেষ বেলায় ফুটে উঠুক শিউলি আর ছাতিম |

হেমন্তের আগমনের সুবাস সঙ্গে নিয়ে অপেক্ষায় রত ফুলের গাছগুলো হোক আমার একমাত্র সাথী এই একলা রাস্তায়,

সারাদিনের কোলাহল আর তর্জন গর্জনের পর,

এক শান্ত নীরবতা মুড়ে ফেলুক সকল প্রান্তর,

বেরিয়ে আসি সব সমাজ মাধ্যমের চালচিত্র আর অপেক্ষার লাইক-কমেন্ট-শেয়ার থেকে,

একটা পাতলা চাদর জড়িয়ে এসে দাঁড়াই খোলা আকাশের নিচে,

একরাশ নিস্তব্ধতা, একলা রাতের গুঞ্জন, একঝাঁক জোনাকি,

আর সঙ্গে থাকে এক বুক শিউলি আর ছাতিম |

নিজের সাথে লড়াইটা কিছুক্ষনের জন্য স্তব্ধ হোক,

সব কিছু ভুলে যেন তাকিয়ে থাকি দূর আকাশের তারাদের দিকে,

তাদের হাতছানিকে অনেক উপেক্ষা করেছি,

কিন্তু আর নয়

অনেক হয়েছে অন্ধকারের যুদ্ধজয়,

এবার তারাদের পালা জয়গান গাওয়ার |

সাদা কুয়াশার চাদর যখন আরেকটু এগিয়ে আসে আমার দিকে,

হাতের পাতায় হিমের পরশ যখন বলতে থাকে শীত আগতপ্রায়,

ঠিক তখনি আকাশের বুকে জ্বলে ওঠে একটা নিষ্প্রভ তারা ,

যেন দীপাবলির আগে অকাল দীপাবলির সূচনা করে মনের মধ্যে দিবদিব করে বেঁচে থাকা ‘আমি’টাকে জানান দিতে আসে,

আলোর পথ চলা যে এখনো অনেক বাকি |

Swarnali Nath Avatar

Published by

Leave a comment