
শ্রাবণের আঁধার ঘনায়েছে ওই
মহাকালের ডমরু বাজিতেছে ওই
চতুর্দিক বিদীর্ণ করি, বজ্রসম কম্পিছে
এহেন মূর্তি ধরি, দেবাদিদেব নাচিতেছে |
জলদগম্ভীর অনুরণন,
যেন তার মনের প্রতিফলন;
জটাজুটো খুলে, কেশ আকাশে মিলায়ে,
হেনরূপে দিগম্বর কৈলাশে এলায় |
রুদ্রাণীরে খুঁজিতে, ভিক্ষাপাত্র লয়ে
ধরণীর দ্বারে রুদ্রদেব আসিয়া দাঁড়ায় |
ছিন্নে রুদ্রাক্ষ, ত্যাজি বাঘছাল,
মেঘরূপ ধারণ করেন মহাকাল;
রুদ্রবীণায় উঠিতেছে প্রলয় ঝংকার
মেঘ-ভৈরবের সুরে সম্মোহিত চরাচর
অশ্রুমালা ঝরিতেছে হয়ে বরষণ,
মহাদেব আজি তবে দিবে দরশন |
(- কলমে : স্বর্ণালী নাথ)

Leave a comment